ঘাস ফড়িঙের ইচ্ছা
ওই দেখা যায়
দূরের মাঠে
দুলছে হাওয়াই
সবুজ ঘাসে
ঘাস ফড়িং-এর
লাফালাফি।
চুপিসারে দিবারাতে
নিশাচর লাল চোখে
সে ও হতে চাই নৃপতি।
তাই বলে সে,হিতহুল্লোড়
আসবে তার প্রণয়িনী।
অবিনশ্বর অবুঝ মন
কথাবলে সারাক্ষণ;
দোয়েল, টিয়া-বনের পাখি 🐦
চুপিসারে ঘাপটি মেরে
খেতে চাই ঘাসফড়িং-কে,
অমনি সেই ঘাসফড়িং
জানতে পেয়ে-
লুকিয়ে যায় ঘাসের নীচে,
ঘুটঘুটে অন্ধকারে
বেড়িয়ে এসে ঘাসফড়িং
তিড়িং বিড়িং লাফিয়ে লাফিয়ে
খুঁজতে চাই তার প্রণয়িনী
কিন্তু তার প্রণয়িনী
কোথায় যেনো হারিয়ে গেছে !
বনানীর পাতায় পাতায়।।
০২/০৪/২১
্্ব্্্্ব্্্ব্্্ব্্্্ব্্্ব্্ব্্ব্্্্ব্্্ব্্্ব্্্
Subscribe
Login
0 Comments
Oldest