ঘুমন্ত শহর
234 total views
নিশ্চুপ শহর একাকী
সাদা মেঘ জমে আছে কালো
নীরবের পাতা সঙ্গে আনে
শেষ অধ্যায়ের পাতাগুলো।
শহরের মানুষ সব ঘুমন্ত
শান্ত শহীদের প্রাণের স্পর্শ
দোলা দেয় জীবন্ত মানুষের ঘুমের মধ্যে।
তারপর একদিন নীরবতায় সঙ্গী হয়ে
উপন্যাস লিখে যায় আমি
প্রিয়তমার অজানা ঠিকানায়।
Subscribe
Login
0 Comments