চরিত্র
240 total views
আমি বলি নাই চরিত্র হারা মানুষকে করি ঘৃণ্য
সুন্দর পথে ফিরে আসে যদি তাকে খুব ভালোবাসি
আমি চাই যারা চরিত্র হারা এখনো পথের যাত্রী
তারা সকলেই চরিত্র হারা কখনো না হউক।
আরেকটি চোখ আরেকটি মন অশ্রুতে না ঝরে
মিছে অধিকারে বসন্ত হারা কখনো না হউক
চরিত্র হীন মানুষ শুনেছি পশুর সমান হয়।
অবুঝ হৃদয়ে হেরে চরিত্র মাপ পায় তবে জানি।
ইচ্ছে ক্রমে চরিত্র মুছে ভোগ বিলাসের যায়
তার চরিত্র কখনো না ফিরে ভালো না যে হয়
যার পা গেঁথেছে বিষের কাটাটি সে বুঝতে পারে
আমি চাই যারা চরিত্র হারা হবার পথেই আছে
Subscribe
Login
0 Comments