চলো বন্ধু গ্রামে যাই
শহর যতই হোক আড়ম্বর নামে কিংবা দামে ,
তবে সেথা যন্ত্র যানের শব্দ কি আর থামে ?
শহর ছেড়ে চল বন্ধু আজকে যাই গ্রামে ,
সেথায় গেলে মন ভরবে পাকা আমে জামে ।
শহর থেকে শান্ত যে তা , শীতল বাতাস সাথে ,
যার পরশে বন্ধু তোমার ঘুম পাবে সাঁঝ রাতে ।
ঘুম ভাঙবে ভোর বেলাতে শুনে পাখির গান ,
খৈ মুড়কির নাস্তা শেষে খেতে দিবে পান ।
শীতের দিনে সকাল বেলা রোদ পোহাতে সুখ ,
দেখতে পাবে রাখাল ছেলের হাসি মাখা মুখ ।
গাঁয়ের পাশে বইছে নদী সেথায় যাব নিয়ে ,
যাবে তুমি শিশির মাখা ঘাসেতে পা দিয়ে ।
মেঠো পথে শসাক্ষেতে খালি পায়ে যাব হেঁটে ,
শশা ফুটি খাবে সেথা ক্ষুধা পেলে পেটে ।
খেলতে খেলতে ধূলিতে গা মেখে হবে সারা ,
হাত দিয়ে তা মুছে দিবে সাথে রবে যারা ।
লাগবে গরম শরীরটাতে দুপুর গেলে মিলে ,
সাঁতার কাটবে তুমি মনের সুখে পুকুর বিলে ।
তারই ফাঁকে মাছ ধরতে যদি না পারো
আমি না হয় ধরে দিব , না হয় দিব কারো ।
বিলে নেমে শাপলা তুলে নিবে শক্ত হাতে ,
ছেলেরা তা কেড়ে নিতে না পারে যাতে ।
মায়ের বকা খেয়ে ঘরে ফিরব আযান দিলে ,
বিকেল বেলা মাঠে যাব সব ছেলেরা মিলে ।
দেখবে যেথা চরবে পাশে হরেক গরুর পাল ,
খেলবে সেথা যে অবধি সূর্য না হয় লাল ।
কাগজ সুতা দিয়ে তোমায় বানিয়ে দিব ঘুড়ি ,
কী যে মজা পাবে তুমি যখন দিবে উড়ি !
যত খুশি খেলবে তুমি কত মজা পাবে ,
গ্রামের যেথা সেথা তুমি ইচ্ছেমত যাবে ।
যেই গোধূলী নামবে মোরা ঘরে ফিরব ঠিকই ,
রাত জেগে ভাবব মোরা কালকে করব কি কি।