চাঁদ
44 total views
চাঁদ তুমি গোল,
আলোয় ভরা।।
আকাশ ই তোমার স্বর্গ
তারায় ভরা।
বৃষ্টির সঙ্গে আড়ি,
যাও নাকো কখনো বাড়ি।
দূর আকাশে বসে,
জোসনা ছড়াও বাতাসে।
মেঘের সঙ্গে করো খেলা
মাঝ রাত ভোর বেলা।
সূর্যের দেখলে চাঁদ বলে আসি,
গ্রহণ নেই তাই,
আসবো না কাছা কাছি।।
Subscribe
Login
0 Comments