চারিদিকে
চাঁদ উঠেছে আকাশেতে
ফুল ফুটেছে বাতাসে তে
অলি এসেছে সুরোভিতে
সূর্য লুকিয়েছে দিনের শেষে।
ঝড় উঠেছে ঘূর্ণিপাকে
বৃষ্টি এসেছে মেঘের ডাকে
মাছ মেতেছে নদীর জলে
রাত এসেছে দিনের শেষে
চাঁদ ঢেকেছে মেঘের কোণে।
মন ভরেছে গানের সুরে
কাজ হারিয়েছে চাঁদের দেশে
চোখ বুঝেছে ঘুমের ঘোরে
স্রোত জেগেছে নদীর তীরে।
ধান পেকেছে চাষের খেতে
চেয়ে আছি চারিদিকে
ভোর হয়েছে রাতের শেষে
পাখি জেগেছে ঘুমের শেষে
সূর্য্য উঠেছে মনের সুখে।।
০১/০৫/২০২০
Subscribe
Login
0 Comments
Oldest