চিতাকাঠ সাজিয়ে রেখেছি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চিতাকাঠ  সরিয়ে  রেখেছি

যদি জেগে থাকি

          বিছানায় জেগে থাকে সারিবদ্ধ মৃত বালিশেরা

যদি মরে যাই

          চিতাকাঠ হাঁপ ছাড়ে শ্মশানের এপার ওপার

জন্মের নথিপত্র ঘেঁটে দেখে ক্ষুব্ধ প্যাপিরাস

পেঁচা আর অন্ধকার

চাহিদার চেয়ে জোগানের ভারসাম্য হারিয়ে ফেলেছে

খোলা মাঠে আকণ্ঠ বিষ

মালভূমি জুড়ে আছে আগাছার দীর্ঘ শোকগাথা

                                             মোহনার পশ্চিম আলম্বে

নিস্তেজ ঢেউ ওঠে শুশুকের ভাসমান আবডালে

দুদিনের ফিকে চাঁদ

বুড়ি জ্যোৎস্নার সুরে গান গায়,

         “যদি মরে যাই

          চিতাকাঠ সরিয়ে রেখেছি

          কবরের অন্ধ ঠিকানায়

                   শ্মশানের দে’য়াল ঘড়িতে”

0

Publication author

offline 2 years

Upekshit

0
গল্প কবিতা লেখায় আগ্রহী।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৪টি।
বর্তমানে "সিরজা" নামে একটি গল্পের পত্রিকা সম্পাদনায় নিয়োজিত আছি।
Comments: 0Publics: 1Registration: 05-06-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।