ছড়া-অচীন গাঁ
ছড়া-অচীন গাঁ
হাকিকুর রহমান
কে জাগে ওই চাঁদনী রাতে
বাঁশীর সুরে ঘুম ভাঙ্গাতে।।
জাগলো বঁধু সুখ স্বপনে
কাড়লো দিশা দূর গগনে।
শিথান জুড়ে জমলো আশা
নিশীথ কালে কমলো ভাষা।
পান্থ পাখির পাখার ছায়ে
নিদ্রা কাতের তিত ঘুমায়ে।
যায় যে বেলা আলসে বায়ে
জনম গেলো অচীন গাঁয়ে।।
Subscribe
Login
0 Comments
Oldest