জলদা সুন্দরীর কবিতা
![]()
পাঁকে আঙুল ডুবে যায়
হাঁসের মতো খুঁজে ফিরে আহার
শাড়ির পেছনের আঁচলের
পুটলিতে গুগলি রাখে পুরে
দু- চারটি কাঁকড়া রাখে সামনের আঁচলে
বুক থাকে তার অনেকটাই অনাবৃত
পেটে আগুন রূপে আগুন
কী করে চলে সুন্দরী জল্দার পরান
মাটির কুঁড়ে ঘরের মেঝেতে
আঁকে মাটির আলপনা
সানকিতে জোটে বাসি খুদ-ভাত
কাঁকড়া সেদ্ধ এরপর জল্দার জীবনে ঘুরে
মোড় শুরু হয় ভিন্ন জীবনের চাকা
মরদ স্বামী জোয়ান পুত্র স্নেহের নাতি
সময়ের চাকা ঘুরে জীবনে নামে সন্ধ্যা
মরণ-ক্ষণে মুখে ঢেলে দেয় জমজমের পানি
এইভাবে একদিন শেষ হয় জল্দা সুন্দরীর জীবন-কাহিনী
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)