জল–(কবিতা)
জল—অমিত রায়
আমি নিমেষে সব জায়গায় ছড়িয়ে পড়ি;
গলিতে কাদায় মাঠঘাট ধরে জড়িয়ে পড়ি
টিউবওয়েল ও নর্দমা হয়ে ,
শুকিয়ে যাই রৌদ্রের ভয়ে!
পুকুরে পড়ে গড়াগড়ি খাই
মারামারি হয়, লাথি-ঝাঁটা পাই
বর্ষার পর কর্মের ফলে—
গিয়ে পড়ি সেই নদীর অতলে,
তারপর মাথা কাঁপাকাঁপি শুরু
ফুলে ফেঁপে ঢোল–বুক দুরুদুরু,
অ-জানা প্রকৃতি যেতে হয় দূরে
গোদাবরী দিয়ে গভীর সমুদ্রে
সীমাহীন নীল স্বপ্নের তীরে,
ঢেকে যায় আলো মেঘেদের ভীড়ে ।।
Amit Roy
Subscribe
Login
0 Comments
Oldest