জানি আর কখনোই ডাকবে না

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সবকিছুই আজ অগোছালো, নিয়মবহির্ভূত
দূরত্বটা যেন কয়েকশো মাইল সুদীর্ঘ।

মুঠোফোনে আলাপকালে তুমি ব’লে ছিলে আমায়
তুমি না ডাকলে যেনো এই দীর্ঘ পথ পাড়ি না দেই।

স্বাচ্ছন্দ্যে মেনে নিলাম, ছেড়ে দিলাম আশা
তুমি ডাকলেই কাছে যাবো,গা ঠেকিয়ে বসবো পাশে।

এ জগতে কে রাখে কার খোঁজ,
আমার মতো কতো শত প্রেমিক হ’য়েছে নিখোঁজ।

কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে পাহাড়ের স্তূপে
বিলীন হ’য়ে গিয়েছে ধূমকেতুর মতো ঝোপে।

খোপে খাপ খায়নি, ধোপে পুড়েছে অন্তর
অপেক্ষার কশাঘাত সইতে সইতে একদিন দেহ হ’য়ে আসবে মন্থর।

তুমি দ্যাখো, একদিন আমি সত্যি সত্যি যন্তর হ’য়ে যাবো
বৃষ্টির মতো চোখের জল ঝরালে-ও মোমের মতো গলবে না হৃদয়।

তুমি যদি আর কখনো না ডাকো ভালোবাসার পিঞ্জরে, ছায়ামূর্তি যদি আঘাত করে খঞ্জরে
মরুর এই ধুলোবালিতে থেকে যাবো।

তাঁর অলিন্দে মাথা রেখে যদি শান্তি পাও, পাও একদন্ড সুখ
জানি আর কখনোই ডাকবে না, কক্ষনো নো।

0

Publication author

0
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার
Comments: 0Publics: 144Registration: 02-04-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।