জিজ্ঞাসা
নিষ্পলক মাছের চোখের মত চোখ
ভাবলেশহীন ফ্যাকাশে বিবর্ণ মুখ
চেয়ে আছে আমার দিকে প্রশ্নচিহ্ন নিয়ে
কী ভীষণ সেই দৃষ্টি
কী গভীর মর্মভেদী সেই প্রশ্ন।
এড়িয়ে যাবো পা বাড়ালাম
পরক্ষনেই বিবেকের সাথে সজোরে ধাক্কা
পালিয়ে যাচ্ছো?
গুটিগুটি পায়ে এগিয়ে গেলাম
কাঁপা কাঁপা চোখে চোখ রাখলাম
সেই ভীষণ কঠিন দৃষ্টির দিকে,
আমার জন্যই তো আজ ও এখানে
আমার ক্ষমতা ছিল অর্থের তাই
অর্থের বিনিময়ে ছিনিয়ে নিয়েছে
কিনে নিয়েছি আমার ভবিষ্যত বৈভব
যোগ্যতায় যদিও ওর জন্মদাতা
ছিল অনেক উচ্চাসনে তবুও
পারেনি আমাদের মত ধনবানদের সাথে
লড়াই করে নিজের আসন প্রতিষ্ঠা করতে।
তাই যার আজ অট্টালিকায় থাকার কথা
সে আছে ফুটপাতে।
কিন্তু বলতে পারেন এরজন্য
আসলে দায়ী কে?
শুধু কি আমি বা আমরা?