জিজ্ঞাসা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিষ্পলক মাছের চোখের মত চোখ
ভাবলেশহীন ফ্যাকাশে বিবর্ণ মুখ
চেয়ে আছে আমার দিকে প্রশ্নচিহ্ন নিয়ে
কী ভীষণ সেই দৃষ্টি
কী গভীর মর্মভেদী সেই প্রশ্ন।
এড়িয়ে যাবো পা বাড়ালাম
পরক্ষনেই বিবেকের সাথে সজোরে ধাক্কা
পালিয়ে যাচ্ছো?
গুটিগুটি পায়ে এগিয়ে গেলাম
কাঁপা কাঁপা চোখে চোখ রাখলাম
সেই ভীষণ কঠিন দৃষ্টির দিকে,
আমার জন্যই তো আজ ও এখানে
আমার ক্ষমতা ছিল অর্থের তাই
অর্থের বিনিময়ে ছিনিয়ে নিয়েছে
কিনে নিয়েছি আমার ভবিষ্যত বৈভব
যোগ্যতায় যদিও ওর জন্মদাতা
ছিল অনেক উচ্চাসনে তবুও
পারেনি আমাদের মত ধনবানদের সাথে
লড়াই করে নিজের আসন প্রতিষ্ঠা করতে।
তাই যার আজ অট্টালিকায় থাকার কথা
সে আছে ফুটপাতে।
কিন্তু বলতে পারেন এরজন্য
আসলে দায়ী কে?
শুধু কি আমি বা আমরা?

0

Publication author

offline 2 years

সমি

0
আমি বাংলা কবিতা লিখি,গান গায় ,গান ও কবিতা শেখায় ।আমার কবিতাগুলি আধুনিক কবিতা ,কবিতার ভাষা খুবই সহজ সরল খুব সহজেই সকলের বোধগম্য হবে ।
Comments: 1Publics: 2Registration: 29-03-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।