জীবন সূর্য
কুয়াশার কাফনে মোড়া এই গভীর রাতে
সাদাকালো উত্তপ্ত পিচঢালা পথে,
ধূসর বর্ণের দীর্ঘ চাদর জড়িয়ে
হাঁটছি এলোমেলো চুলে মাথা নুয়ে।
পথ ধারের অস্পষ্ট সোডিয়াম আলোয়
আমিই ছিলাম জেগে সবাই ঘুমিয়ে।
বিরহী এ রাতে আমি নিঃসঙ্গ মুসাফির
কল্পনার প্রান্তহীন সাগরে চলছি গন্তব্যহীন।
হঠাৎ তোমায় ভেবে উষ্ণ জল পড়ছে কপোল বেয়ে
ঘুমন্ত প্রকৃতি আছে অবাক ভাবে চেয়ে।
স্মৃতির করিডোরে আজ তোমার বিচরণ
বিদায়ের সেই ব্যার্থ কালের হঠাৎ আগমন।
মনে পড়ছে সেই হিংস্র মায়াবী মুখটা
পারছিনে; আছে সেই অমোঘ বাঁধা।
রাতজাগা পাখিদের সুখময় চরাচর
অশ্রুবিদ্ধ হৃদয়ে আমিও নিশাচর!
হঠাৎ দুঃখের স্তূপটা বের হয়ে আসে,
ফুসফুসের একথলি উষ্ণ নিঃশ্বাসে!
বুঝি জীবনের অপরাহ্নে দাঁড়িয়ে
দূঃখগুলো স্নায়ু ছেড়ে যাচ্ছে ছাড়িয়ে!
— —- —— — —– —- —- —- —
চারিদিকে পাখিদের কিচিরমিচির রব
অশ্রু শুকিয়ে গেছে, প্রকৃতি যেন সরব।
অদ্ভূত! দীপ্তি হীন সূর্যের আলো
কবে যেন কেটে গেছে আঁধার কালো!
সেই জীবন সূর্যের অধীর প্রত্যাশায়
হেঁটেই চলেছি পিচঢালা পথের কিনারায়।