জোনাকি
নাম তার জোনাকি, মিটিমিটি জ্বলে
উড়ে ঘুরে খুশিমতো ঝোপে জঙ্গলে,
আঁধারের রাতে জ্বালে চকচকে আলো
ঝিকিমিকি সাজে বন রূপে ঝমকালো।
নিশিথের কালিমাখা এলোচুলে যেনো
মুঠি মুঠি তারা গুলো ছড়ানো ছিটানো।
জানো নাকি জোনাকিরা কোথা বাঁধে ঘর
আলো তারা জ্বালে কিনা বলো দিনভর!
জানো নাতো! তবে এসো এক নিশি রাতে
পাতাবে মিতালী তুমি জোনাকির সাথে!
বিমোহিত হবে চোখ আঁধারের রূপে
জোনাকিরা কথা কবে এসে চুপেচুপে।।
Subscribe
Login
0 Comments
Oldest