জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে ক্লান্ত কবিতাগুচ্ছ জ্যৈষ্ঠমাসের উত্তপ্ত কবিতা (প্রথম পর্ব)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে ক্লান্ত কবিতাগুচ্ছ
জ্যৈষ্ঠমাসের উত্তপ্ত কবিতা (প্রথম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জ্যৈষ্ঠ মাসের
রৌদ্র প্রখর,
তপ্ত মাটিতে
রবির কর।

গগন মাঝে
সূর্য জ্বলে,
ক্লান্ত পথিক
পথ চলে।

গাঁয়ের বধূ
দিঘির জলে,
সিনান করে
ঘরে চলে।

কুকুরগুলো
শুঁকছে মাটি,
জ্বলছে দূরে
ইঁটের ভাটি।

বিকাল হলে
বেলা পড়ে,
গাছ ভাঙে
জ্যৈষ্ঠের ঝড়ে।

জ্যৈষ্ঠ মাসের
দারুণ ঝড়ে,
আমের গাছে
আম পড়ে।

নদীর কূলে
নাইকো কেউ,
নদীর জলে
প্রবল ঢেউ।

ঝড় থামলে
আঁধার হয়,
চাঁদ উঠলে
আলোকময়।

0

Publication author

0
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বর্তমানে কবি কবিতা মুক্তমঞ্চ, প্রজন্ম ফোরাম, কবি ও কবিতা, আর কবিতা ক্লাবের সাথে যুক্ত। সামহোয়্যার ব্লগ, কবির কয়েকটি নিজস্ব ব্লগ, লক্ষ্মণ ভাণ্ডারীর কবিতা, আমার কবিতা, Get Bengali Status, কবিতার ছেঁড়াপাতা, ব্লগ চালু আছে। কাব্য ও কবিতা ওয়েবসাইটের সাথে যুক্ত।
Comments: 4Publics: 98Registration: 21-07-2020
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।