টুনি ও ফেরিওয়ালা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

টুনি ও ফেরিওয়ালা
-লক্ষ্মণ ভাণ্ডারী

 

“পুতুল চাই পুতুল..” ফেরিওয়ালা রোজ হাঁকে,
বাড়ি থেকে বেরিয়ে টুনি ফেরিওয়ালাকে ডাকে।
টুনির ডাকে ফেরিওয়ালা পিছনেতে ফিরে দেখে,
আস্তে করে মাথার বোঝাটা নামায় মাথা থেকে।

টুনি বলে, “ফেরিওয়ালা! যাচ্ছো কোথায় তুমি?
দাওনা আমায় একটা পুতুল, বাঁশি ও ঝুমঝুমি”।
মা ডেকে কয়- “এদিকে আয়, আয় বলছি এক্ষুনি”
মায়ের ডাকে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢোকে টুনি।

বিধবা মায়ের আর কিছুই নেই মেয়েটিই সম্বল,
টুনির চোখে জল দেখে আজ মায়ের চোখে জল।
অনাহার যাদের নিত্যসাথী, বাড়িতে বাড়ন্ত চাল,
সুখের ছোঁয়া পায়না যারা, দুঃখ থাকে চিরকাল।

দেনার দায়ে বাড়িটা সেদিন টুনির মা রাখে বন্ধক,
এরপরে আর মিটবে কি তার পুতুল কেনার শখ ?
কিছুদিন পরে পুতুল নিয়ে ফেরিওয়ালা আসে গাঁয়ে,
না পায় দেখতে কচি শিশুমুখ দেখে না বিধবা মায়ে।

মাটির বাড়িটি নাই সেথা আর হয়েছে সে অট্টালিকা,
সারা ছাদ জুড়ে ফুলের টবে গোলাপ ফুল যায় দেখা।
যে ফুল না ফুটিতে ঝরে ধরণীতে বোঝে কি সুখ-দুখ,
গোলাপের ফুল ছাদে পড়ে ঝরে তবুও তো তার সুখ।

0

Publication author

0
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বর্তমানে কবি কবিতা মুক্তমঞ্চ, প্রজন্ম ফোরাম, কবি ও কবিতা, আর কবিতা ক্লাবের সাথে যুক্ত। সামহোয়্যার ব্লগ, কবির কয়েকটি নিজস্ব ব্লগ, লক্ষ্মণ ভাণ্ডারীর কবিতা, আমার কবিতা, Get Bengali Status, কবিতার ছেঁড়াপাতা, ব্লগ চালু আছে। কাব্য ও কবিতা ওয়েবসাইটের সাথে যুক্ত।
Comments: 4Publics: 98Registration: 21-07-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে