তবুও চলে যেতে হবে
চলে যাওয়া আর পালিয়ে যাওয়া এক নয়,
চলে যাওয়া মানে নাটক ছেড়ে যাওয়া নয়,
চলে যাওয়া মানে কাপুরুষতা নয়,
তবুও চলে যেতে ভয় হয়।
তবুও চলে যেতে হবে ধূসর ধুলো হয়ে মহাশূন্যের পথে,
পৃথিবীর মায়া পারবেনা আমায় আটকাতে,
কখনও মিশে যাবো , হয়ে যাবো ধোঁয়াশা।
গুটিকয়েক সাইকেল আর থাকবে একরাশ হতাশা।
রাতের দুর্ভেদ্য অন্ধকার থাকবে আমার চারপাশে,
ফাটল ধরে যাবে সাহসরূপী আবেগের আবেশে।
তবুও যেতে হবে আমায়, কোনো এক শীর্ণকায় নদীর তীরে,
যেখানে অনায়াসে কুহকিনীরা খেলা করে,
দামাল রাক্ষুসেরা করে চলবে নৃত্য,
রঙ্গমঞ্চ থাকবে কিন্তু নাটক হবে অপূর্ণ বৃত্ত।
তবুও চলে যেতে হবে, কোনো অচেনা দিগন্তের পথে,
সেদিন বৃষ্টিতে ভিজবে না কেউ পথে ঘাটে।
সুরভী পুস্পের সৌরভ ভাসবে শুধু বাতাসে।
—তবুও চলে যেতে হবে।