আদুরে রোদ্দুর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ক্রমাগত একটির পর একটি পাতা জুড়ে,
তৈরি হচ্ছে নতুন নতুন গল্প,
ভালোলাগার রেশ থাকছে সারাক্ষণ,
চাইছে না আজ কোনও বিকল্প।

কখনও বা দূরবীনে চোখ রেখে দেখছি ,
দেখছি তাকে, নেই সে আজ কোনও দূর।
ভোরের আবছায়া কুয়াশা ভেদ করে ,
শরীরে আছড়ে পড়ছে আদুরে রোদ্দুর।

ক্রমাগত সাদাকালো হরফ গুলি আজ,
হয়ে উঠছে রামধনুর রঙে নীল।
চোখ বুজিয়ে ঘুম পাড়িয়ে আসে,
জড়িয়ে ধরে সহস্র স্বপ্ন মিছিল।

গল্পগুলো স্বপ্নেও অবলীলায় খেলা করে,
রঙতুলি নিয়ে স্বপ্ন-দিগন্তে ঘুরে বেড়ায়়়—
জীবনের ক্যানভাসে এসে আজ,
আরও কিছু নতুন রঙ মেলায়।

আবছায়া চোখ তবুও তাকেই খোঁজে,
সকাল, বিকেল, গোধূলি অনাবিল–
আদুরে রোদ্দুরই আমার কবিতা,
আদুরে রোদ্দুরই ছন্দ-মিল।

0

Publication author

0
বর্তমানে বাঁকুড়া জেলার খাতড়া তে একটি বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে কর্মরত।
Comments: 0Publics: 10Registration: 14-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে