তবুও বরষা
তবুও বরষা
হাকিকুর রহমান
গগনে সঘনে গরজিল মেঘ
এখনই নামিবে বৃষ্টি,
বসুধা হইবে অচ্ছ-স্বচ্ছ
একি অপরূপ সৃষ্টি।
কুলুকুলু নদী হইবে উতাল
উপচিয়া যাবে পাড়ে,
আলুথালু হইবে তরণী সকল
শকতি লাগিবে দাঁড়ে।
মেঘের আড়ালে ঢাকিবে সূর্য
আঁধার করিয়া চারিদিক,
পিচ্ছিল, অসম, পঙ্কিল পথে
পথিকেরা দেখে বেগতিক।
ঝরিতেছে বারি সর্বব্যাপীয়া
অবিশ্রান্ত ধারায়,
তবুও বরষা আনে প্রশান্তি
দূষণযুক্ত ধরায়।
Subscribe
Login
0 Comments
Oldest