তামাশা –মোঃ রহমত আলী
তামাশা –
============
মোঃ রহমত আলী
===============
উচ্চ নীড়ে বসত করে,
তামাশা ভাবে ফুটপাতকে।
এমন বসত এই শহরের,
তামাশা করে নিরুপায় সনে।
আরে বিধি যাদের সনে
করছে তামাশা সারাবেলা।
তোরা তাদের হতাশা করে
করিস কেন মিছে তামাশা।
তোরা পারিস না যাবে তাদের
একটু আশা-বাণী শোনাতে,
তবে করিস কেন ?
তাদের সাথে তামাশা।
আরে তোরা তো সব
শিক্ষিত ঘুনপোকা।
বসত করিস কুটির ছায়ায়,
এই কি তোদের শিক্ষা,
অসহায় কে তিলে-তিলে মারা।
যদি না পারিস তোরা
তাদের একটু সহানুভূতি,
তবে বন্ধু মানবতার বিবেক
থেকে মন খুলে তাদের জন্য
একটু অনুশোচনা কর।
তোদের এই অনুশোচনা মাঝে,
অসহায়-ফকির-নিরুপায়,
খুঁজে পাবে তাদের জয়।
তবেই হবি তোরা মানুষ-উত্তম।
৩০.০৭.২০০২