তুমি আসবে বলে (২য় পর্ব)
পারলে একবার ফিরে এসে দেখো,
আমি আজও দাঁড়িয়ে থাকি,
পরিচিত সেই শালবনি বাসস্ট্যান্ডে;
যে বিকেলে, আকাশ রঙ মাখতো আপন খেয়ালে;
আর দমকা হাওয়ায়, তোমার চুল খেলা করতো চোখে মুখে এসে;
ঠিক সেইখানে,
আজও তোমার অপেক্ষায়;
তুমি আসবে বলে…
আমি আজও গুনগুন করি আপন মনে;
একলা মানুষ, একলা পৃথিবীতে;
জানো? আমার গিটারের সেই ছেড়া তার, আজও বাধা হয়নি;
তোমার অপেক্ষায় ।
যে সুরে জুঁই ফুটতো, সন্ধ্যা বেলা;
যার পাগল করা গন্ধে,
পূর্ণিমা নেমে আসতো বারান্দায়;
ঠিক সেইখানে,
পথচলতি যাত্রীদের ভ্রুক্ষেপের আড়ালে,
মিশরীয় পিরামিডের মতো, স্থির বসে থাকি;
আমাকে দেখে, ইতিহাস পরে ফেলে একনিমেষে;
জানো? এতো অবঞ্জাতেও, আমার কিছু যায় আসে না;
শুধু একটি বার, তোমাকে দেখার অপেক্ষায়;
রাস্তার ধারের বিচ্ছিন্ন নুড়ি আর ঝরা পাতা,
আজ আমার খুব আপন;
বোবার মতো তারা সঙ্গদেয়,
জানো? তারা চালাকি বোঝে না;
চালাকি করে না আমার সঙ্গে ।