তুমি কোথায়
তুমি কোথায় আছ আমি সত্যিই জানিনা
তবে আমার মন’এ নেই এইটুকু জানি।
নাহলে ও এত খরায় ভোগে?
তবে কী জানো-
আকাশের দিকে তাকালেই দেখি
তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো।
তাতে আমি ভিজে একাকার হই,
তবু তুমি মন’এ আসোনা!
নাহলে ও এত খরায় ভোগে?
২৫/০৬/২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest