তুমি বোঝো না
যাকে তুমি খুজছো, সে আবার প্রতি সময় অন্য কাউকে খোঁজে, তোমাকে যে সবচেয়ে বেশি বোঝে, তাকে তুমি বোঝোনা। আবার তুমি যাকে সবচেয়ে বেশি বোঝো, সে তার মনে অন্য কারো ছবি আঁকে। এই ভালোবাসা আর ভালোলাগা দুটোর মাঝে যে নীরবতা সেই নীরবতায় নিজেকে প্রশ্ন করো, তুমি যাকে নিয়ে ভাবছো সত্যিই কি সে তোমাকে নিয়ে ভাবে?
– © জয়ন্ত কুমার দুবে
Subscribe
Login
0 Comments