তোকে !
ব্যথা – ধুধু বালুচরে হারানো নদীর বুকে হাল ভাঙা –
নৌকার কঙ্কাল দেখে নিস্,
প্রেম – রাধু বোষ্টমীর চোখে, সন্ধ্যের পরে রাসমন্দিরে
মুছে নেওয়া জল মেখে নিস !
ভালোবাসা, ভালোবাসা, কেউ বুঝি লিখেছিল মন জানালায় –
পাল্লা ভেঙে ঝুলে থাকা পেরেকে জমে যাওয়া কালসিটে দেখে নিস !
– এদিকে আসিস না, নরম নদীর বালি চিকচিক করে
মুখ বাড়িয়েছে –
চোরাবালি লুকিয়ে কেঁদেছে !
আনমনে একখানি ইতিহাস খেয়ে বসে আছে !
Subscribe
Login
1 Comment
Oldest