তোমায় নিয়ে বাঁচা
148 total views
রবিঠাকুর,যেদিন তুমি,
আমায় দিলে,আকাশ,
মনের মাঝে, ইচ্ছে জাগে,
ভাসাই, ভেলা জাহাজ।
সে জাহাজে, থাকবে শুধু,
আমার ভাষা বাংলা,
সারা আকাশ, ঝরবে মধু,
তোমায় নিয়ে বাঁচা।
Subscribe
Login
0 Comments
148 total views
রবিঠাকুর,যেদিন তুমি,
আমায় দিলে,আকাশ,
মনের মাঝে, ইচ্ছে জাগে,
ভাসাই, ভেলা জাহাজ।
সে জাহাজে, থাকবে শুধু,
আমার ভাষা বাংলা,
সারা আকাশ, ঝরবে মধু,
তোমায় নিয়ে বাঁচা।