তোমায় ভালোবাসি বলেই
![]()
তোমায় ভালোবাসি বলেই মেঘলা আকাশে তোমার টিপের লাল রশ্মি খুঁজি দিনান্তে ,
তোমার কাজল কালোয় আড়চোখে খুঁজে বেড়াই অভীষ্ট মুক্তির পথ…
স্বপ্নে আসে স্মৃতিমেদুরে প্রেমিক যাযাবরের আত্মকথা,
লায়লা-মজনুর অসম্পূর্ণ প্রেমের বিচ্ছেদ কাহিনি,
মাঝরাতে ঘুম ভেঙ্গে উঠে বসি বিছানাজুড়ে,
ভীষণ মনে পড়ে তোমার অগোছালো চুলের আবছায়ায় অভিমানী দুই মায়াবী চোখ |
তোমায় ভালোবাসি বলেই তোমার ঠোঁটে ছোঁয়ানো পাত্রের বিষবাষ্প গলায় ঢালতে পারি নির্দ্বিধায়,
তোমার নরম গালের অশ্রু মুছতে হাত বাড়াতে চাই হাজারো ঝড়-ঝঞ্জায়,
মনে পড়ে তোমার দেওয়া না ভুলতে পারা ঘৃণা আর বিরক্তির বিষফলা,
তোমার ইচ্ছা,জীবন, ঘড়ির কাঁটা জুড়ে কোনোদিন কোথাও ছিলো না আমার অস্তিত্ব,
তবু তোমার পথ চেয়ে আজও কেটে যায় আমার বৃষ্টি ভেজা সকাল থেকে নিস্তব্ধ রাত,
অজান্তে হয়তো আজও তোমায় ভালোবাসি বলেই ..
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)