তোমায় দিলাম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একটা গোটা সন্ধ্যা বৃষ্টি, তোমায় দিলাম;
তুমি ভিজলে, মনের আঙিনায় দাঁড়িয়ে
আলো আঁধারির মায়াবী ক্ষনে;
তুমি নেচে উঠলে ছলাৎ-ছলাৎ
বাতাস লজ্জা পেলো ৷

একটা গোটা শ্রাবন, তোমায় দিলাম;
তুমি বইলে, ঝর্নার ধারায়
পাহাড়ি জলপ্রপাত হয়ে;
তুমি আলিঙ্গন করলে
খরস্রোতা গতি পেলো ৷

একটা গোটা বিকেল, তোমায় দিলাম;
তুমি আঁচল পাতলে, ভিক্টোরিয়ায়
লাল রক্ত ছুটে চললো ধমনীতে;
এক অলিন্দ আর এক নিলয়
পড়শিরা হলুদের গন্ধ পেলো ৷

একটা গোটা রাত, তোমায় দিলাম;
তুমি, নরম জোৎস্না হয়ে
নেমে এলে সুগন্ধি বিছানায়;
বাইরে ঝড় উঠলো আচমকাই
অক্সিমিটার রিডিং পেলো ৷

একটা গোটা ভোর, তোমায় দিলাম;
তুমি কুরালে, ঝরা শিউলি
দূরে বেজে উঠল ধ্রুপদী সঙ্গীত;
শিশির ঝরে পড়লো আলতা হয়ে
দূর্বা স্পর্শ পেলো ৷

একটা গোটা গোলাপ, তোমায় দিলাম;
তুমি সাজলে অষ্টমীর রাত হয়ে;
ফ্রীজসটে তোমাকে ধরলো ডি-এস-এল-আর;
পুজোর নতুন মুখ হলে তুমি
ব্যর্থ প্রেম খুব আনন্দ পেলো ৷

0

Publication author

offline 2 years

সুজিত

1
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে