ত্র্যহস্পর্শ মিলন
![]()
তুমি যদি চাও এত কিছুর শেষে-
বাক-স্বাধীনতা থাকবে,
তবে স্বীকৃতি নাই রবে।
আমি যদি চাই কেবলই হেসে হেসে-
কখনো এমন স্বাধীনতা
আমার প্রয়োজন হবে না,
তাহলে পশ্চাতের ওরা যাঁচবে কী?
এমনই বিচিত্র চাওয়ার কুক্ষণে
কেবলই এক ত্র্যহস্পর্শ মিলনে
আমাদের সোনার শিশুটি বাঁচবে কি?
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)