দশম অবতার
![]()
পুনর্জন্ম বলে কিছু থাকুক বা না থাকুক…
স্মৃতির বাক্সে জমা কথা চিহ্নটুকু না রাখুক …
তবু আমি আষাঢ়ি বাদল অসাড়ের যতো সার…
পিছে ফেলে রূপকথার শৈশব সাজি দশম অবতার |
উঁচু নীচু ভেদ ভুলি বেঁচে থাকার স্বার্থে,
সংসার বাঁচাই যত্নে হাজার শখ বেঁচার অর্থে…
প্রয়োজনে হুঙ্কার ছাড়ি হাতে নিয়ে কিসমতি তলোয়ার…
ধ্বংসযজ্ঞে মাদল বাজাই যখন সাজি দশম অবতার |
সম্পর্কগুলি অনেক স্নেহের মনটা তাই আদর খুঁজে,
বোকা আত্মা ভিরমি খায় স্নেহের আড়ালে মুখোশ বুঝে,
হই তখন বজ্রঝড় তাগিদ শুধু ধ্বংস করার…
মায়া-মমতার বাঁধন ছিড়ে সাজি আমি দশম অবতার |
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)