দায়িত্ব ও কর্তব্য
184 total views
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
পিতা মাতার জন্য আমি
এলাম ধরার বুকে,
শত কষ্ট বুকে নিয়ে
খাবার দিলেন মুখে।
আমার একটু হাসির জন্য
করতো কত কিছু,
ছেলেবেলায় খেলনার জন্য
ঘুরতাম বাবার পিছু।
মা আমাকে নিত্য রাতে
আদর করতো কত,
একটু ভুলের জন্য আমি
বকা খেতাম শত।
পিতা মাতার জন্য আমার
আছে অনেক চুক্তি,
তাদের সেবা না করিলে
পাবে না তো মুক্তি।
পিতা মাতা পরম সম্পদ
করো তাদের সেবা,
তাদের সেবা না করে ওই
মুক্তি পায় যে কেবা।
রচনাকালঃ
০৬/০৮/২০২১
Subscribe
Login
0 Comments