দিগন্ত পথের যাত্রী
![]()
নৌকার মাঝি ভাসিয়েছে তরী
এগিয়েছে নীড়পথে,
স্তব্ধ দুপুর ডাকছে তাকে
নিজের চেনা পাড়ে।
ভাসছে তবু নিজের তালে
জাহাজ ভরা দিকে,
থামবে শুধু আলোর শেষে
দিগন্ত পথের মাঝে।
শান্ত শীতল জলের ওপর
যাচ্ছে ভেসে রঙিন ঢেউ,
পাড় ভেঙেছে মুগ্ধ শহর,
ভাসতে বাকি আর কি কেউ।
সুপ্ত তরল অসাড় গ্রাসে
করছে প্রবেশ নম্র বেশে,
ডুবছে শবর আর্তনাদে,
অর্ণব তবু হাস্যমতে।
ডাকছে শত নিজের পানে
সাগর তাহার আপন বশে ;
দিগন্ত তবু হাসছে দূরে,
চাইছে যেতে তেপান্তরে।
বিস্তৃত সেই জীবন পাহাড়,
ডাকছে দূরে রবির কোলে,
ভ্রান্ত হৃদয় চাইছে তাহার
থামতে শুধু স্নিগ্ধ জলে।
কোথায় তাহার আছে মুক্তি,
ভাবছে সবাই দিবারাত্রি,
খুঁজছে দেখে অপার শান্তি
ভাসছে দূরে দিগন্ত পথের যাত্রী।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)