আকাশটা কেন নীল হয়
বলতো দেখি ভেবে?
গাছের পাতা সবুজ কেন
কি তার উত্তর দেবে?

সকাল হলে সূর্যিটা কেন
হাসে পূবের আকাশে?
বকেরা কেন পাখা মেলে
আকাশের গায়ে ভাসে?

আঁধার হলে আকাশে কেন
ফোটে সাঁঝের তারা?
বলতে পারো বইছে কেন
অজয় নদীর ধারা?

অজয় নদীর বাঁকে কেন
শাল পিয়ালের বন,
পাখির গানে ভুলায় কেন
সবার নয়ন মন?

রাঙা রাস্তা গিয়েছে চলে
অজয় নদীর বাঁয়ে,
সকল প্রশ্নের উত্তর পাবে
এলে আমার গাঁয়ে।