দুঃস্বপ্ন যাপন
196 total views
জীবন নয়, এত দিন দুঃস্বপ্ন যাপন করেছি আমি
সান্ত্বনা নেই তবুও লোকে বলে অভিজ্ঞতা দামী।
সেই বেঁচে থাকা বড় কষ্টের ছিল, ধর্মাবতার
পায়ু ছিদ্র দিয়ে গরম লোহার শিক ঢুকিয়ে
মুখ দিয়ে বার করেছে মানুষ, বিচিত্র সব আবৃত
উনুনে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকেছে, অসহনীয়
যন্ত্রণায় চেঁচিয়েছি, বলেছে ‘বেয়াদব’ বারবার।
ওরা এমনই লোকজন, ঘিরে আছে আমাকে আজও
ধর্ম, তুমি কী মিথ্যাই যাজকশ্রেণীর বড় মুখে বাজো?
অন্যদের রচিত দুঃস্বপ্নকে করেছি যাপন এ যাবৎ
তবু শুনি আমি নরকে যাব, আর ওদের স্বর্গ ভবিষ্যৎ।
Subscribe
Login
0 Comments