প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দেখা হবে
— নয়নমণি সাহা

অন্ধকারে এসেছিলে আলোর শিখা নিয়ে,
হেঁটেছিলাম তখন আমি অচেনা পথ দিয়ে।
হারিয়ে গেল রাজপথটা গলির গোলকধাঁধায়,
অনেক হল বাঁধা-ছাঁদা, অনেক হল আদায়।
ভরল কত হাঁড়ি-পাতিল, ভরল কত ঝাঁকা–
বাইরে দেখি ভরা মুঠি, ভিতরে বেবাক ফাঁকা।
তোমার যদি দুয়ার বন্ধ, বন্ধ যদি তালা,
পরিয়ে দেব কাকে আমি আমার গলার মালা?
সকল বাধা সরিয়ে যদি আবার এলে তবে–
জানি আমি তোমার সাথে ঠিকই দেখা হবে।

0

Publication author

0
এক নগণ্য কবি
Comments: 0Publics: 6Registration: 24-09-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।