ধর্ষণ
যৌবনের কামরসে ভরে উঠেছে মন
প্রতি মুহূর্তে হয়ে যাচ্ছে নারী ধর্ষণ।
ধর্ষণ হলো পুরুষের নৃশংসতা।
যার ফলে নারী হচ্ছে লাঞ্ছিতা।
ধর্ষণ সমাজের একটি ঘৃণ্য অপরাধ
কত নারীর জীবন হচ্ছে বরবাদ।
নারীর দেহ পুরুষের সর্বোচ্চ আকর্ষণ
ভেবে দেখো তোমার ঘরে কি নাই মা বোন?
তোমার মা বোনকে যদি কেউ করে ধর্ষণ
তোমার মনে তা লাগবে কেমন?
ধর্ষণ করার আগে ভাবো তোমার মায়ের মুখ
তারপর দেখো ধর্ষণ করে লাগে কত সুখ!
Subscribe
Login
0 Comments