নতুন বছর ২০২২
বছরের পর আসলো বছর নতুন করে
নতুন নামে খুশির আমেজ নিয়ে
ক্যালেন্ডারের পাতায় ২০২১সালের দিনগুলো শেষ
এবার দিন শুরু ২০২২সালের ;
নক্ষত্র কে জাগিয়ে আমি কবিতা লিখেছি
উপন্যাস কে পিছনে ফেলে –
নতুন বছরের গ্রিটিংস কার্ড
শিরোনামে উঠে এসেছে
হ্যাপি নিউ ইয়ার।
আকাশের তারাগুলি খসে গেছে নীরবে,
শহরের অলিতে গলিতে জ্বলে উঠেছে
রংবেরঙের আলোর বাতি।
শহরে শহরে মানুষের ঢল নেমেছে
আবার কারো জীবনে নেমেছে অন্ধকার।
অজস্র জন্ম ধরে আমি এই শহরে রয়েছি
হেঁটেছি নির্জনে হেঁটেছি ছায়াঘেরা পথে।
মিশরের মমির পিরামিড কিংবা
প্যারিসের আইফেল টাওয়ার এমনকি
লন্ডনের টেমস নদী টানেল – সবই আমার প্রিয়।
শহরে শহরে আলোর রোশনাই।
মহামারী কিংবা অতিমারী সবই
নিপাত যাবে আমার কবিতার কাছে;
জেগে উঠবে নতুন সূর্য
যে সূর্য লক্ষ যুগ আগে জেগেছিল
সেই সূর্য জেগে উঠিবে
চীনের প্রাচীর কে ভেদ করে।
আমি চাই বেড়ে উঠুক পৃথিবী
বেড়ে উঠুক সমাজ –
স্যাটেলাইট ও তাঁদের জীর্ণতা ভুলে যাক
নতুন পৃথিবী নিয়ে আসুক আজ।
এভাবেই আবহকাল ধরে আসুক নতুন বছর
অতীতের জীর্ণতা ভুলে সত্যের পথে
বেড়ে উঠুক আজকের সমাজ।
রাত জেগে মেহেফিল
লেখা হোক উপন্যাসের পাতায়
রূদ্ধ হৃদয় ভেদ করে।
রাশি রাশি গল্পের খাতায়
উঠে আসুক শিরোনাম ২০২২সাল
গান কিংবা কবিতায় শুভেচ্ছা বার্তা
নিয়ে আসুক পৃথিবীর রাজত্বকাল।।