নিজেকে আয়নায় দেখতে আমার ভালো লাগে না
নিজেকে আয়নায় দেখতে আমার ভালো লাগে না,
ভালো লাগে যখন তোমার চোখের মণিতে নিজেকে দেখি।
নিজের কন্ঠ থেকে উচ্চারণ করা নিজের নাম
শুনতে আমার ভালো লাগে না,
ভালো লাগে যখন তুমি আমায় নাম ধরে ডাকো।
কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ খেতেও আমার ভালো লাগে না,এভাবে সেরে উঠতে মন চায় না,
শুধু তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে আর তাতেই আমি ভালো হয়ে উঠবো- এই বেশ লাগে।
অন্যের কাছ থেকে নিজের নামে নিন্দা শুনতে
আমার ভালো লাগে না,
ভালো লাগে যখন তুমি আমায় নিন্দা করো,
আরও ভালো লাগে যখন চোখ বড়োবড়ো করে
শাসন করো।
নিজের ভুলত্রুটিগুলি অন্যের পরামর্শে সংশোধন করতে আমার ভালো লাগে না,
ভালো লাগে যখন তুমি আমায় বুদ্ধি দাও সঠিক করার।
যমরাজের হাতে প্রাণ সঁপে দেওয়ার কোনো ইচ্ছা নেই আমার,
আমি চাই তুমি আমার বুকের বাঁ দিকে একবার চুম্বন করো,
আর আমি এ বিশ্বসংসার ছেড়ে চিরকালের জন্য বিদায় নিই।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১০/২০২৩
বারুইপুর