নির্ভরসা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার এই হাতটা ধরে আমার যে

সারা জীবন বর্তাবে

এ আশা তুমি করোনা

বাস্তব খুবই নির্মম-নির্দয়

কে জানে কে থাকবে পাশে আর কে নয়।

একজন সর্বজ্ঞ জ্যোতিষীর কাছেও দুরূহ

জীবনের সমস্ত শুধু চাওয়া-পাওয়া

সংসারের ব্যাপ্তির মাপকাঠিতে

তার হিসাবের আদ্যোপান্ত মেলানো

সমান্তে সবই মিথ্যে মায়া শুধু সাজানো।

অভাবে যেমন স্ব-ভাব নষ্ট হয়

তেমনি নির্ভরতার উপর স্বভাবের

চলন্ত ঘূর্ণি পৃথিবীতে

শুধু প্রতিক্রিয়া গুলি ভিন্ন রূপ পায়

কে জানে কে থাকবে পাশে আর কে নয়।

তোমাকে ছাড়া আমার চলবে না

অথবা আমাকে ছাড়া তোমার

সময়ের পরিক্রমে এসব মিথ্যাচার-বেকার

কেননা সুখ-শান্তি নীরবতায় প্রকট হয়

আর প্রবৃত্তি গুলি অসাড়ে জড়ো হয়।

নির্ভর করাটা আজকের যুগে যেমন বোকামো

তেমনি বোকামির সুযোগে নিজেকে বিত্তমান

ভাবাটা চরম দুর্নীতির প্রকাশ

বাস্তব খুবই নির্মম-নির্দয়

কেউ কি জানে কে থাকবে পাশে আর কে নয়।

সারা জীবন ধরে বুকে আঁকড়ে

ধরে রাখাটা যেমন পাগলামি

তথাপি যত্রতত্র ফেলে যাওয়াটা

খুব একটা শোভনীয় নয়

আসলে কে থাকবে পাশে আর কে নয়।

নদী যেমন বাঁক হারায় চলন্ত গতির স্রোতে

মানুষ ও তার জীবনসঙ্গী হারায়

পরিস্থিতির মৌন আবেগে

তাই নিজেকে চালিয়ে নেওয়া বড় দায়

কে জানে কে থাকবে পাশে আর কে নয়।

জীবনের পরিবৃত্তে সমস্ত চাওয়া-পাওয়া

সুখ-দুঃখ হিসেব-নিকেশ

এক লহমায় মুছে যায় মৃত্যু উপত্যকায়

বাস্তব যে খুবই নির্মম নির্দয়

কে জানে কে থাকবে পাশে আর কে নয়।।

 

 

 

 

 

 

 

0

Publication author

offline 3 months

Amar Srimani

0
আমি একজন কবিতার প্রেমী। আমি কবিতা পড়তে ভালোবাসি এবং আমি নিজেও কবিতা লিখি।
Comments: 0Publics: 6Registration: 18-05-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।