নীল ডায়েরির কবিতা-১০
বলিবোনা কথা আমি আর কোনদিন
সেও বলিবেনা কথা, নক্ষত্রের জল
ঢালিয়া আমি চলে যাবো বহুদূরে
এখানে রোদ্দুর ছড়িয়ে রঙমিছিলের দেওয়ালে।
নামবে রাত্রি ঘোরতর বিপদ তাঁহার
হয়তো আসিবে অন্যকেউ সংকল্প নিয়ে ;
ফিরবে স্টশনের রাত্রি যাপন আর
মেঘ পিয়নের যন্ত্রণার জাহাজ।
যদিও তাঁরে ভুলে যাওয়ার কথা নয় আমার
তবুও মিশরের পিরামিড আমার অপেক্ষায়
টেমস নদীটানেল কিংবা আইফেল টাওয়ার
সবি আমার মৃত্যুর অভিযান।
Subscribe
Login
0 Comments
Oldest