নীল ডায়েরির কবিতা-২২
234 total views
বসন্ত আসতে চলেছে চৈএমাস
যা কিছু শাশ্বত জগৎ মাঝারে
তাঁহার সাধ্য নাই ছোঁয়ার কিছু..!
হাতের নাগাল থেকে কখনো
যদি ফিরায়ে দিয়ে থাকি তাঁরে
তবে ঠিক তাই, ইচ্ছাকৃত ভাবে ফিরায়ে দিয়াছি
তাঁহার বেশি আমার কিছু সাধ্যে নয়।
ওহে লোকপ্রিয় সহিষ্ণুতা এসেছে
মানুষের রক্তের প্রতিটি কণায় কণায়।
আমরা সমীচীন সমবেদনা নিয়ে
গড়ে তুলতে চেয়েছি মানচিত্র
কিন্তু আমরা নিজেই পরিণত এক সমাধিক্ষেত্র।
Subscribe
Login
0 Comments