নীল ডায়েরির কবিতা-২৯
কাল এসেছিলাম কৌণিক দূরত্বকে নিয়ে
সবেমাত্র ‘শূন্যস্থান’ পূরণ করতে
এসে দেখলাম কারা যেন কাল্পনিক চরিত্রে
লিপ্ত হয়েছে শিরদাঁড়াকে ভাঁজ করে।
কাঁচের গেলাস ভেঙে গেল হাতের মুঠোয়
জলতরঙ্গ জেগে উঠলো এ বুকে
তাঁরা তো চলে গেছে বহুদূরে
উদাসীন মনের সংকল্প নিয়ে
বিলম্ব নেই রক্তের তলোয়ারে।
তফাৎ কে আমরা বিন্যাস করি বিনম্র ভাবে
নানা রঙের ন্যায়অন্যায়ে।
পারিনি আমি বিভুত্ব হতে
কেননা ফ্যাকাসে রঙ ব্যর্থ হওয়াই শ্রেয়।
Subscribe
Login
0 Comments
Oldest