দুই মেরুতে দুটি প্রাণ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি
চলে গেলে
লোবান সমুদ্রে ফেলে
বলো কতোটা সুখ পেলে?
মরণ যন্ত্রণার নিখিল বিষ ঢেলে;
উন্মাদনার তপ্ত বক্ষে তুষের অনল জ্বেলে।

এখন
আমার করতলে
মৃদঙ্গের সুর উথলে
উন্মত্ত চিত্তের বিষাদী অঞ্চলে,
অবিরাম অশ্রু ভেসে বেড়ায় কপোলে;
নিবিড় আদরে কেউ মুছেনি স্নিগ্ধতার আঁচলে।

সবই
গেলো বিফলে
করুণা সিন্ধুর অতলে
জীবনের রঙ নেই উচ্ছলে,
দুই মেরুতে দুটি প্রাণ দোলে;
একটিতে আহত পাখি নিশির শূন্যতায় জ্বলে।

নাইবা
আর এলে
উড়ন্ত ডানা মেলে
যে পথে দিয়েছো ঠেলে,
জীবনের রক্তিম সূর্যটা পড়েছে হেলে;
কতোটা পেলে নিষ্ঠুরতার এই খেলা খেলে?

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে