নীল ডায়েরির কবিতা-৭
যদি কখনো মনে পড়ে আমায়
আমি হাত বাড়িয়ে দেবো তোমায়।
আমি হাত বাড়িয়ে দুঃখকে ছোঁবো
প্রতিটি মানুষের শিরায় শিরায়।
ডায়েরির ভাঁজে আঁকা যাক মানচিএকে
কতদিন আঁকিনি তোমায় –
প্রেমের উপন্যাসের পাতায় পাতায়
ক্ষয় ধরিয়েছে গোলাপের কাঁটায়।
কখনো একা মনে হলে ভালোবেসো আমায়
আমি হাত বাড়িয়ে পাহাড়কে জানাবো
মরুভূমির বালি রাশির রেখায় রেখায়
বিষন্ন বিকালের শেষ বেলায়।
Subscribe
Login
0 Comments
Oldest