নেই যোগাযোগ
তোমার সাথে নেই যোগাযোগ
কার বৃত্তে ঘুরপাক খাও জানিনা এখন
সাত পাকে আর বাঁধা পরা হলো না বুঝি
আমার হৃদয় ভেঙ্গে চুরমার হলো জখম।
প্রথম মানুষ বলতে পারো তুমি প্রথম
প্রথম স্বপ্ন বলতে পারো তোমায় নিয়ে
প্রথম মনে অনেক ভাবছি তোমায় নিয়ে
তুমি আমার হৃদয় জুড়ে প্রথম শ্রেণী।
ভালোবাসা কেনো এত অসহায় হয়
এত বাঁধা এত বিপত্তি এত সংকট
এত চোখের জল ঝরিয়ে কথা বলে।
হারিয়ে গেছো তবে জানি নতুন পথে
গিয়ে তুমি ভালো আছো কি
Subscribe
Login
0 Comments
Oldest