প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পতিত জীবন
– শফিকুল ইসলাম বাদল

হয়তো নিয়েছো বেছে পতিত জীবন;
নিতান্তই জীবন আর জীবিকার টানে।
কিংবা প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকের কাছে;
পথ ভুল করে তুমি এসেছো এখানে।

নিগৃহীত হয়ে যাও প্রতিটা লগন;
শরীরের চাহিদা মেটাও পুরুষপাঙ্গবের।
নিজেও হয়তো খুঁজো শরীরের সুখ;
বিভ্রান্ত করতে পারে স্মৃতি অতীতের!

পুরুষের বিলাসে বিলাও দেহের উষ্ণতা;
অসংখ্য প্রতিদিন -পুনঃ পুনর্বার।
শরীরে আস্তানা গাড়ে দুঃসহ ব্যাধি;
মনের পরতে পরতে শুধু হাহাকার।

ত্রিভুজের খাদে সিফিলিস গনোরিয়া;
বুকের চন্দ্রসভায় অমাবস্যা শুধু।
গোলাপ ফুটে না কোনো সেই মরুদ্যানে;
চারদিকে মরীচিকা মরুভূমি ধু-ধু।

ছুটে আসে তবু সব অস্থির পুরুষ;
লুটে নিতে অর্থ দিয়ে নারীত্বের সব।
ফাল্গুনের আগুনে পুড়ে পুড়ে দিবানিশি;
প্রকাশ্যে কুকুরে করে যৌন উৎসব।

রচনাকাল: ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২১
(০৮/০৩/২০২১ তারিখে পুনর্লিখিত।)

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।