পতিত জীবন
পতিত জীবন
– শফিকুল ইসলাম বাদল
হয়তো নিয়েছো বেছে পতিত জীবন;
নিতান্তই জীবন আর জীবিকার টানে।
কিংবা প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকের কাছে;
পথ ভুল করে তুমি এসেছো এখানে।
নিগৃহীত হয়ে যাও প্রতিটা লগন;
শরীরের চাহিদা মেটাও পুরুষপাঙ্গবের।
নিজেও হয়তো খুঁজো শরীরের সুখ;
বিভ্রান্ত করতে পারে স্মৃতি অতীতের!
পুরুষের বিলাসে বিলাও দেহের উষ্ণতা;
অসংখ্য প্রতিদিন -পুনঃ পুনর্বার।
শরীরে আস্তানা গাড়ে দুঃসহ ব্যাধি;
মনের পরতে পরতে শুধু হাহাকার।
ত্রিভুজের খাদে সিফিলিস গনোরিয়া;
বুকের চন্দ্রসভায় অমাবস্যা শুধু।
গোলাপ ফুটে না কোনো সেই মরুদ্যানে;
চারদিকে মরীচিকা মরুভূমি ধু-ধু।
ছুটে আসে তবু সব অস্থির পুরুষ;
লুটে নিতে অর্থ দিয়ে নারীত্বের সব।
ফাল্গুনের আগুনে পুড়ে পুড়ে দিবানিশি;
প্রকাশ্যে কুকুরে করে যৌন উৎসব।
রচনাকাল: ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২১
(০৮/০৩/২০২১ তারিখে পুনর্লিখিত।)