ধরি মাছ, না ছুঁই পানি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

ধরি মাছ, না ছুঁই পানি
– শফিকুল ইসলাম বাদল

ধরি মাছ, না ছুঁই পানি;
বাজার থেকেই কিনে আনি।
জ্যান্ত রুই কাতলা কিনি;
পাঙ্গাশের আঁশও চিনি!

হাইবিরিডের তাজা কই;
তেলে ভেজেও মজা কই?
হাটবাজারে কম দামে পাই;
তেলাপিয়া তরতাজাটাই।

তাজা শিংএর কাঁটার জ্বালা;
দূর থেকে দেখ্, পালা পালা।
কেটে দেওয়ার লোক আছে তো;
কিনতে পারো ইচ্ছেমতো।

চিংড়ি মাছ আর কচুর লতি;
শুকনো শুকনো, মজা অতি।
হাইবিরিডের কচুরে ভাই;
গলায় ধরার ভয়টয় নাই।

তাজা ইলিশ জ্যান্ত তো নয়;
পাবোই পাবো কোনো সময়।
পুকুর থেকেই আনবে ধরে;
যেতে হবে না আর সাগরে।

মলা ঢেলা টেংরা পুঁটি;
তাও পাওয়া যায় মোটামুটি।
হাইবিরিডের পাবদা আছে;
জলজ্যান্ত হাতের কাছে।

সব পাওয়া যায় রোজ বাজারে;
জ্যান্ত, মরা, তরতাজা রে!
পঁচা-গলা, বরফ দেওয়াও;
ঠকবে যদি চিনতে না পাও।

কথায় কথায় কথার ছলে;
চোখ পাকিয়ে মানুষ বলে,
‘ধরি মাছ, না ছুঁই পানি।’
মানেটা কি, এখন জানি!

রচনাকাল: ঢাকা, ১০ অক্টোবর ২০২১।

 

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে