প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 332 total views

পতিত জীবন
– শফিকুল ইসলাম বাদল

হয়তো নিয়েছো বেছে পতিত জীবন;
নিতান্তই জীবন আর জীবিকার টানে।
কিংবা প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকের কাছে;
পথ ভুল করে তুমি এসেছো এখানে।

নিগৃহীত হয়ে যাও প্রতিটা লগন;
শরীরের চাহিদা মেটাও পুরুষপাঙ্গবের।
নিজেও হয়তো খুঁজো শরীরের সুখ;
বিভ্রান্ত করতে পারে স্মৃতি অতীতের!

পুরুষের বিলাসে বিলাও দেহের উষ্ণতা;
অসংখ্য প্রতিদিন -পুনঃ পুনর্বার।
শরীরে আস্তানা গাড়ে দুঃসহ ব্যাধি;
মনের পরতে পরতে শুধু হাহাকার।

ত্রিভুজের খাদে সিফিলিস গনোরিয়া;
বুকের চন্দ্রসভায় অমাবস্যা শুধু।
গোলাপ ফুটে না কোনো সেই মরুদ্যানে;
চারদিকে মরীচিকা মরুভূমি ধু-ধু।

ছুটে আসে তবু সব অস্থির পুরুষ;
লুটে নিতে অর্থ দিয়ে নারীত্বের সব।
ফাল্গুনের আগুনে পুড়ে পুড়ে দিবানিশি;
প্রকাশ্যে কুকুরে করে যৌন উৎসব।

রচনাকাল: ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২১
(০৮/০৩/২০২১ তারিখে পুনর্লিখিত।)

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)