পথ চেয়ে
100 total views
মুখ ফিরিয়ে থাকো যদি
নাই বা ডাকো কাছে,
আমার কাছে তবু তোমার
অশেষ মূল্য আছে।
যতই করো অবহেলা–
যতই দূরে থাকো,
তবু আমার পথ চাওয়া যে
ফুরাবে আর নাকো।
ভালোবাসায় যে জন ভরায়
তোমার হৃদয়টাকে,
আমিও ভালোবাসা দিয়ে
ভরিয়ে দেবো তাকে।
জ্বালিয়ে আলো যখন তুমি
যে পথ দিয়ে যাবে,
অন্ধকারে দেখবে চেয়ে–
আমার দেখা পাবে।
তোমার চলার পথের পাশে
রইব আমি বসে,
অরূপ মানিক যখন তোমার
পড়বে খসে খসে।
Subscribe
Login
0 Comments