পদ্য ভুলে আসি গদ্যে
কী যে লিখি আসে না মাথায় ছাইপাশ কোন ছন্দ
ভুলের ছন্দে ভরে ওঠে লেখা – শেষে দেখি হয় এক পদ্য।
এমন জাতের একটি পদ্যের দু’লাইন তুলে দিই
পড়ো তোমরা না দিয়ে গালমন্দ-
“দেখি বৃষ্টির গন্ধ বড় নাকি আঁশটে
আকাশে বজ্রের রঙ বড় নাকি ঘোলাটে।”
এই ধরনের উদ্ভট চিন্তা কল্পনায় আসায়
ভুলে যাই আমার নাম কী?
কথা শুনে হেসে উঠে মাথা বলে,
আর আমায় নিয়ে মশকরা করবি কি?
তখন ভুলে ভাবনা টাবনা ছাড়ি এমনতর পদ্য রচনা
ফিরে আসি কথার সাগরে যার অপর নাম গদ্য বন্ধুরা।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
কৃষ্ণনগর, নদীয়া,৩০শে এপ্রিল,২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest