পাখি যদি মানুষ হতো
![]()
একদিন পাখিরা যদি সব মানুষ হয়ে যেত, কেমন হতো তারা?
কেমন হতো তাদের ভাবনার জগৎ, গানের পরিসর?
তারাও কি হয়ে যেত মানুষের মতো নিরেট বন্য!
আর বন্য রক্তের আগ্রাসী তৎপরতায় গঠন করত কোন
গুপ্তঘাতকের দল?
হঠাৎ বেসুরো কাউকে পেলে, দিত নিমিষে হাপিস করে!
তারাও কি বহুমুখী শোষণের সিরিঞ্জ দিয়ে
অন্যের রক্ত হরদম শুষে নিত?
সকলকে অবাক করে দিয়ে তারাও কি একদিন জাল টাকার মতো
আপাদ-মস্তক নকল মানুষ হয়ে যেত?
সভ্যতার প্রকৃষ্ট নৈবেদ্যে তারাও কি হানিট্রাপ করে মানুষ ধরত
ইতিহাসের পঙ্গপালরূপী নির্দয় মানুষের মতো তারাও কি তবে
চার বেলা প্রকৃতির অস্থিমজ্জা খেত?
নস্টামির ষোলোকলা পূর্তির উৎসব করে তারাও কি মানুষের মতো
একদিন ফানুস হয়ে রাতের আকাশে ফুটত?
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)